ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বোনাস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ২০ জুলাই ২০২০

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস আগামী সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করা হবে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে। বাকি অর্ধেক যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে। তবে তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতের বোনাস আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যেই পরিশোধ করতে হবে।

সরকার, মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর বিজয়নগরে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমপ্রতিমন্ত্রী বেগন মুন্নু জান সুফিয়ান। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি