ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রেজাকুল হায়দার আইএফআইএল-এর চেয়ারম্যান নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২২ জুলাই ২০২০ | আপডেট: ১৩:৪২, ২২ জুলাই ২০২০

শিল্পপতি রেজাকুল হায়দার

শিল্পপতি রেজাকুল হায়দার

বিশিষ্ট শিল্পপতি রেজাকুল হায়দার ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় তাকে নির্বাচন করা হয়। জনাব রেজাকুল হায়দার আইএফআইএল এর উদ্যোক্তা পরিচালক এবং বিগত বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে রেজাকুল হায়দার ১৯৮২ সালে একজন ব্যবসায়ী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

তিনি বাংলাদেশের অন্যতম শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান ইয়ুথ গ্রুপের একজন প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান, তিনি ইয়ুথ ফ্যাশন লিমিটেড, ইয়ুথ গার্মেন্টস, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড, পেট্রোম্যাক্স সিলিন্ডার লিমিটেড, কমফিট কম্পোজিট নিট লিমিটেড, শাহ্জিবাজার পাওয়ার কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান।

এ ছাড়া রেজাকুল হায়দার জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ভাইস চেয়ারম্যান, মিডল্যান্ড পাওয়ার লিমিটেড ও মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড এর পরিচালক। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির একজন সম্মানিত সদস্য ও সাবেক চেয়ারম্যান।

এছাড়া তিনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সন্দ্বীপে একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি