ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় শেখপাড়া বাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৫ জুলাই ২০২০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঝিনাইদহ শাখার অধীনে শেখপাড়া বাজার উপশাখা সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সংলগ্ন শেখপাড়া বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শেখপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মোল্লা ও সেক্রেটারি রেজাউল করিম খাঁ। ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ঝিনাইদহ শাখাপ্রধান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি