ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওয়ারলেস মোড়ে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৯ জুলাই ২০২০

রাজধানীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌচাক শাখার অধীনে ওয়ারলেস মোড় উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর রমনাস্থ ওয়ারলেস মোড়ে এ উপশাখার উদ্বোধন করা হয়।

পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস জামান আরা বেগম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিম গ্রুপের ডিরেক্টর মোঃ আইনুল হক, ইনতেফা এর ডিরেক্টর মীর জাহাঙ্গীর আলম এবং নূর স্টীল পাইপস এর স্বত্বাধিকারী মোঃ হোমাঊন কবির হোমাঊন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান মোঃ জাকির হোসাইন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ নূরুন্নবী। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি