ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আরও বাড়ল সোনার দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৩, ৬ আগস্ট ২০২০ | আপডেট: ০১:২০, ৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনা মহামারির মধ্যে আবারও বেড়েছে সোনার দাম। দেশের বাজারে সব মানের স্বর্ণ প্রতি ভরিতে ৪৪৩০ টাকা বেড়েছে; যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৭৭ হাজার ২১৬ টাকা। 

বুধবার (৫ আগস্ট) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এর স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলারের দরপতন হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস ৬ আগস্ট থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

বাজুস নির্ধারিত স্বর্ণের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা; যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৭২ হাজার ৭৮৩ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ কিনতে প্রতি ভরির দাম হবে ৭৪ হাজার ৪১ টাকা; যা বুধবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে দাম পড়বে প্রতি ভরি ৬৫ হাজার ২৯৬ টাকা; যা বুধবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৬০ হাজার ৮৮৬ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি কিনতে হবে ৫৪ হাজার ৯৭৬ টাকায়; যা বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের প্রতি ভরির দাম হচ্ছে ৫০ হাজার ৫৬৩ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি