ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের আড়তে ইলিশের সরবরাহ বাড়ছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১৮ আগস্ট ২০২০

চাঁদপুরের আড়তে বাড়ছে ইলিশের সরবরাহ। স্থানীয়দের জালে মাছ কম ধরা পড়লেও, সাগর অঞ্চল থেকে প্রতিদিন আসছে এক থেকে দেড় হাজার মন ইলিশ। তবু কমেনি ইলিশের দাম- এমন অভিযোগ ক্রেতাদের। 

চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ কম ধরা পড়ছে। তবে গত কয়েকদিন ধরে ২৫টি ছোট বড় মাছঘাটে সরবরাহ ঊর্ধ্বমুখী। এখানকার অধিকাংশ ইলিশ হাতিয়া, সন্দীপ, বরিশাল, ভোলা ও চরফ্যাশন থেকে আসা। 

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, আজকে এক থেকে দেড় হাজার মন মাছ বাজারে উঠেছে।

বর্তমানে চাঁদপুরের বাজারে ২০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের মন ২০ হাজার টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ মন ২৮ হাজার টাকা এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮শ’ টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ বাড়লেও দাম কমেনি। 

ক্রেতারা জানান, বাজারে প্রচুর মাছ, তারপরও মাছের দাম বেশি হওয়ার প্রয়োজন অনুপাতে মাছ কিনতে পারছেন না।

সরকারি বিভিন্ন অভয়াশ্রম কর্মসূচী সফল হওয়ায় প্রচুর ছোট বড় ইলিশ ধরা পড়ছে দাবি মৎস্য বিভাগের। 

চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, ইলিশ রক্ষায় জাটকা মাছের অভয়াশ্রম বাস্তবায়ন এবং বছরের ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষেধসহ যাবতীয় নিয়ম মেনে চললে অধিক মাত্রায় ইলিশের উৎপাদন হবে।

গত বছর সারাদেশে ৫ লাখ ৩৩ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদন হয়। এবার সাড়ে ৫ লাখ মেট্রিকটন উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। 

এসইউএ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি