নকল প্রসাধনী কারখানা সিলগালা করলো বিএসটিআই
প্রকাশিত : ১৯:০৪, ২৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৯:২৫, ২৫ আগস্ট ২০২০
বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল পণ্য তৈরী ও বাজারজাত করায় পুরান ঢাকার একটি অবৈধ কারখানাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মামুনের কারখানা নামে পরিচিত নকল কারখানা থেকে এ সময় প্রায় ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এর আগে মালিকের বংশালে অবস্থিত কারখানাকে অপরাধে ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছিল।
আজ সোমবার বিএসটিআই’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুনের হেয়ার ওয়েল কারখানাকে এ জরিমানা করা হয়।
আরকে//
আরও পড়ুন