ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দেশে সর্বোচ্চ সিসি’র মোটরসাইকেল তৈরি করল রানার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৪৫, ২৬ আগস্ট ২০২০ | আপডেট: ২০:১৩, ২৬ আগস্ট ২০২০

বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড সবচেয়ে বেশি সিসি’র মডেল নিয়ে এলো বাজারে। সম্প্রতি 'বোল্ট ১৬৫ আর' ১৬৫ সিসির মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি।

১৬৫ সিসি রেসিং ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন 'বোল্ট ১৬৫ আর' মোটরসাইকেলে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, ডি আর এল যুক্ত সম্পূর্ণ এল ই ডি হেডলাইট ও টেইল লাইট, ইউ এস ডি সাসপেনশন, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ১৩০ সেকশন এর রেয়ার টায়ারসহ আরও অত্যাধুনিক সব ফিচার।

আধুনিক ও রুচিশীল ডিজাইনের এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। নগদ অর্থে কিংবা ক্রেডিট কার্ড ক্রয়ে মিলবে ১৪ হাজার টাকার ছাড়। এছাড়াও থাকছে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সর্বনিম্ন ১% হারে সহজলভ্য কিস্তির সুবিধা। 

রানার অটোমোবাইলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধূরী আরও জানান, "এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটি রানার মোটরসাইকেলের সাথে আরও থাকছে ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রি সার্ভিস, ১ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স এবং সারা দেশে ২০০ টিরও বেশি পয়েন্টে সার্ভিসিং'র সুবিধা।"

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি