৩০ আগস্ট শেয়ারবাজারে লেনদেন বন্ধ
প্রকাশিত : ১৭:৩৩, ২৭ আগস্ট ২০২০
পবিত্র আশুরা উপলক্ষে রোববার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসইর দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, আশুরায় সরকারি ছুটি থাকে। ফলে ব্যাংকসহ সরকারি সব ধরনের অফিস বন্ধ থাকে। ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারে লেনদেন সম্ভব নয়।
এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, সরকারি ছুটির দিন শেয়ারবাজারে লেনদেন হয়। স্বাভাবিকভাবেই আশুরার দিন শেয়ারবাজারে লেনদেন হবে না। আগামী ৩১ আগস্ট থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন হবে।
আরকে//
আরও পড়ুন