ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ভোজ্য তেল ও চিনির দাম বাড়লেও তা সাময়িক বলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ৩০ এপ্রিল ২০১৭

ডলারের দাম বাড়ায় ভোজ্য তেল ও চিনির দাম বাড়লেও তা সাময়িক বলে জানালেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
 রমজান আসার আগেই বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি। তাই ভোক্তারা হতাশ। তবে ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে বাজারের দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে সরকার। বাজার পরিস্থিতি নিয়ে রোববার সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন বানিজ্যমন্ত্রী।
ডলারের দাম বৃদ্ধির কারনে আমদানী মুল্য বেশি পড়ায় চিনি ও তেলের দাম একটু চড়া বলে জানান কোন কোন ব্যবসায়ী। আমদানিকৃত পণ্যের ওপর ভ্যাট কমানোর দাবিও জানান তারা।
তবে ডলারের দামের কারণে এই মূল্য বৃদ্ধি সাময়িক বলে মন্তব্য করেন বানিজ্যমন্ত্রী।   ব্যবসায়ীদের সাথে বন্ধুভাবাপন্ন সম্পর্ক বজায় রেখেইে রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
এদিকে বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে ওই বৈঠকেই মাংশ ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি