ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফের স্থিতি হারিয়েছে পেঁয়াজের বাজার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ১০ সেপ্টেম্বর ২০২০

আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। প্রায় প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। আমদানিকারকরা বলছেন, ভারতে বন্যার কারণে উৎপাদন কম হওয়া ও পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে পেঁয়াজ সরবরাহ কম হচ্ছে। এ কারণে দেশে পেঁয়াজের বাজার স্থিতি হারিয়েছে। আমদানি মূল্য স্থিতিশীল না থাকায় লোকশান গুনতে হচ্ছে আমদানিকারকদের । 

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫টাকা। বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকা দরে। 
ব্যবসায়ীরা বলছেন, ভারতে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে আমদানি কম। আর দেশীয় পেঁয়াজের সরবরাহ কম থাকায় আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে।  

পেঁয়াজের পাইকারী বিক্রেতারা বলছেন, ক্রেতা বেশি তবে সে তুলনায় পেঁয়াজের আমদানি কম। এতে করে দাম বৃদ্ধি পাচ্ছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বলেন, ‘দক্ষিণে যেখানে পেঁয়াজ উঠে সেখানে বন্যা হয়েছে। ফলে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।’

এ দিকে প্রশাসনের পক্ষ থেকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকদের সাথে বৈঠক করে দাম না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। যশোর হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন, ‘সম্প্রতি আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি। তাদের আহ্বান জানিয়েছি, পেঁয়াজের দাম নিয়ে যেন কোন প্রকার সিন্ডিকেট না করা হয়।’ 

ভোমরা সি এন্ড এফ এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ‘বাংলাদেশে থেকে এলসি করার জন্য কোন ডলার নির্ধারণ করা নাই। বাজার বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অভ্যন্তরীন পেঁয়াজের বাজার বৃদ্ধি পেয়েছে।’

উল্লেখ্য, ভোমরা বন্দর দিয়ে চলতি অর্থ বছরে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে ৬৪ হজার ৭৮১ টন।  

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি