ভ্যাট গোয়েন্দার অভিযানে মশার কয়েলের ট্রাক আটক
প্রকাশিত : ১৬:৩০, ১১ সেপ্টেম্বর ২০২০
ভ্যাট গোয়েন্দার টহল দল নারায়নগন্জের সিদ্ধিরগন্জ এলাকা থেকে ভ্যাট ফাঁকি দিয়ে মশার কয়েল পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটক করেছে। আটক যানবাহনটি মিজিমিজির শারমিন কেমিকেল ওয়ার্কসের কারখানা থেকে গতকাল রাতে কুমিল্লার দিকে রওয়ানা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল গতকাল রাতেই মিজিমিজি এলাকায় ট্রাকের গতিরোধ করে কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে বহনকৃত পণ্যের ভ্যাট না দিয়ে কারখানা থেকে বের করা হয়েছে।
আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো শ ১১-১৩৪৪।এই ট্রাকে শারমিন কেমিকেল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল পরিবহন করা হয়।যানবাহনে একটা ভুয়া ভ্যাট চালান সাথে ছিল।
আটক ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে। একইসাথে পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগেও ভ্যাট গোয়েন্দার দল উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১.২০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা দিয়েছিল, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
আরকে//
আরও পড়ুন