ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২ প্রতিষ্ঠানকে বিএসটিআই’র মামলাসহ ৪০ হাজার টাকা জরিমানা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২০

আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর পান্থপথ ও কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে পান্থপথ এলাকার মেসার্স কুপারস এর ঢাকা ডো দেশী রসুনের আচার, ঢাকা ডো সুন্দর বনের মধু ও ঢাকা ডো পিনাট বাটার এবং কলাবাগান এলাকার মেসার্স ওয়েল ফুড এর চানাচুর, ফ্যামিলি টোস্ট, ম্যাংগু ফুড জেম, সুইট টোস্ট ও চিলি টোস্ট পণ্যের মোড়কজাতকরণ সংক্রান্ত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠান দুইটিকে যথাক্রমে ২০ হাজার করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্ব পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি