ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রবিশপে আইফোন ১১ কিনলে ১০ হাজার টাকা ছাড়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১৭ সেপ্টেম্বর ২০২০

অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন মডেল আইফোন ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি।  

স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রে রয়েছে মাসিক সর্বনিম্ন ৩ হাজার ৬১২ টাকার পেমেন্টসহ ৩৬ মাসের ইএমআই সুবিধা।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ হাজার টাকা ছাড়ে রবিশপে আইফোন ১১ প্রো ম্যাক্স ২৫৬ জিবির দাম এক লাখ ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১১ প্রো ম্যাক্স ৬৪ জিবির মূল্য এক লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া গ্রাহকরা পাঁচ হাজার টাকা ছাড়সহ ২৫৬ জিবির আইফোন ১১ প্রো কিনতে পারবেন এক লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকায় এবং ৬৪ জিবির আইফোন ১১ প্রো কিনতে পারবেন এক লাখ ১৪ হাজার ৯৯৯ টাকায়।  

বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধাসহ প্রিমিয়াম ব্র্যান্ডের স্মার্টফোনগুলো কেনার সময় রবিশপে রেজিস্ট্রেশন করার সময়ও ৩শ টাকা ছাড় পাবেন গ্রাহকরা।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি