ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ফের বাড়ল সোনার দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চলমান করোনা মহামারীর মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দামা বেড়েছে। এতে ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি