ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার নেতৃত্বে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়া লিমিটেড লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এর সাথে ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। 

১৭ সেপ্টেম্বর ২০২০, রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী সহ ঋণ প্রদানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী ব্যাংকসমূহের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি