ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

কমতে না কমতেই ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজে ৫ টাকা, আর ভারতীয় পেঁয়াজে বেড়েছে দাম ১০ টাকা পর্যন্ত। হঠাৎ দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। আমদানির মাধ্যমে সরবরাহ বাড়ালে পণ্যটির দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ভারত রপ্তানি বন্ধের দুই দিনের মধ্যে ৫০ টাকা কেজির পেঁয়াজ ১০০ টাকায় ওঠে যায়। তবে সরকারের বিভিন্ন পর্যায়ের বাজার তদারকির কারণে কয়েক দিনের মধ্যেই তা নেমে আসে ৮০ থেকে ৮৫ টাকায়। কিন্তু দু’দিন ধরে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। তবে সরবরাহ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে এরই মধ্যে দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপ পেঁয়াজ আমদানীর প্রক্রিয়া শুরু করেছে।
 
রাজধানীর কারওয়ান বাজারের আঁড়তে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৬ টাকায়। তবে কয়েক গজ দূরেই খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ টাকা বেশি দরে।

খুচরা বিক্রেতারা জানান, গতকাল ভারতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ৬০ টাকা আজকে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। কালকে ভারতের পেঁয়াজ ৬০ টাকায় কিনে ৭০ টাকায় বিক্রি করেছি আজকে ৭০ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রি করছি।

বাজার নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি নজরদারি বাড়ানোর পরামর্শ সাধারণ ক্রেতাদের।

সাধারণ ক্রেতারা জানান, প্রতিবেদনে দেখি পেঁয়াজের দাম কমেছে কিন্তু বাজারে এসে দেখি দাম কমেনি। দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৯০ টাকা দরে।

শিগগিরই চীন, তুরষ্ক, হল্যান্ড ও মিশর থেকে পেঁয়াজ আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি