ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘ঢাকাএভ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন প্রিন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৮ অক্টোবর ২০২০

মো. মাহবুবুল ইসলাম প্রিন্স

মো. মাহবুবুল ইসলাম প্রিন্স

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের নন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন (ঢাকা, রংপুর ও রাজশাহী অঞ্চলের কাস্টমস অফিসার্স এ্যাসোসিয়েশন) ঢাকাএভ এর যুগ্ম সাধারণ সম্পাদক- ১ মো. মাহবুবুল ইসলাম প্রিন্সকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার ( ৭ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটির সভাপতি এবং সিনিয়র সহসভাপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য পূর্বের সাধারণ সম্পাদক সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক ১ মাহবুবুল ইসলাম প্রিন্সকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।

এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দীর্ঘ ১৫ বছর পর ঢাকাএভ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, মাহবুবুল ইসলাম প্রিন্স ঢাকা বিশ্ববিদ্যালয়রে হাজী মুজসিন হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি