ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমানবন্দরে ৬৮ টি স্বর্ণবার আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক মোট ৬৮ টি স্বর্ণবার আটক করা হয়। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ১০.২০ টায় আবুধাবি থেকে আগত ফ্লাইট নং-BG-028 ফ্লাইটটি তল্লাশী করা হলে ফ্লাইটের ৪ টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮ টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৭.৮৮৮ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি  ৭৩ লক্ষ ২৮ হাজার টাকা। 

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি