রূপপুরের জন্যে এক সেট যন্ত্রাংশ পাঠিয়েছে জিও পোডলস্ক
প্রকাশিত : ১৬:৪৯, ২৫ অক্টোবর ২০২০
পি জে এস সি জিও পোডলস্কে (রোসাটম-এটোমেনারগোম্যাসের যন্ত্রাংশ প্রস্তুতকারী বিভাগ) রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মুল অংশের জন্যে এক সেট যন্ত্রাংশ প্রস্তুত করে পাঠিয়েছে৷ রিয়্যাক্টর জোনের (ই সি সি এস) জরুরী শিতলীকরন ব্যবস্থার জন্যে দুইটি ট্যাংক এবং দুইটি হাই প্রেসার হিটার পিভিডি কে-৫ ও পিভিডি কে-৬ বাংলাদেশে পাঠানো হয়েছে৷ এই যন্ত্রাংশগুলোকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ২ এ ব্যবহার করা হবে৷
রিয়াক্টর জোনের জরুরী শিতলীকরন ব্যাবস্থাকে রিয়্যাক্টর এর মুল অংশে কুল্যান্ট লিক এবং প্রাইমারী সার্কিটের জরুরী ডিপ্রেসারাইজেসনের সময় স্বয়ংংক্রিয়ভাবে বোরিক এসিড ও কুলিং সল্যুশন সরবরাহের জন্যে ব্যাবহার করা হয়৷ ইসিসিএস ট্যাংক রিয়্যাক্টর জোনের জরুরী কুলিং সিস্টেমের নিস্ক্রিয় অংশ৷ প্রত্যেক কন্টেইনারের ওজন ৭৮ টন।
হাইপ্রেসার হিটার পিভিডি ৫ ও ৬ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের টার্বাইন হলের উপাদান। এগুলো বিশাল আকারের, দৈর্ঘে ৯.৫ থেকে ১২.৫ পর্যন্ত ও ওজনে ১০০ থেকে ১৩০ টন পর্যন্ত হয়ে থাকে । হাইপ্রেসার হিটার পিভিডি ৫ ও ৬ টার্বাইনের মধ্যবর্তী স্তরে বাস্প কে শীতলীকরন ও ঘনীভুত করার মাধ্যমে স্টিম জেনারেটরে সরবরাহকৃত ফিড ওয়াটার কে উত্তপ্ত করে।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট -২ এর জন্যে এ পর্যন্ত পাঠানো মোট যন্ত্রাংশের ওজন প্রায় ৪০০ টন । জিও পোডলস্কে প্রস্তুতকৃত যন্ত্রাংশের ৫০ বছর কার্যকরী জীবনকাল থাকে।
পিজেএসসি জিও পোডলস্কের পারমানবিক প্রকৌশল ইকুইপমেন্ট বিভাগের বিশেষজ্ঞ গন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট -২ এর যন্ত্রাংশের নকশা প্রনয়ণ করে এবং প্রস্তুতির অথর সাপোর্ট দেয়৷
জে এস সি এটোমএনারগোম্যাস রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর কম্পার্টমেন্টের সমস্ত যন্ত্রাংশ ও ভিভিইআর প্রযুক্তির রিয়্যাক্টর সহ টার্বাইন হলের উল্লেখযোগ্য যন্ত্রাংশের একক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ৷ প্রতিষ্ঠানটি রিয়্যাক্টর, স্টিম জেনারেটর, পাম্পিং এবং হিট এক্সচেঞ্জ মেশিন প্রস্তুত করে৷
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ও নির্মাণ রাশিয়ান প্রকল্প অনুসারে করা হচ্ছে ৷ বিদ্যুৎকেন্দ্র টির ২টি ইউনিটে ভি ভিই আর ১২০০ জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তির রিয়্যাক্টর এর মাধ্যমে প্রত্যেকটিতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে।
আরকে//
আরও পড়ুন