ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ৪ নভেম্বর ২০২০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর জীবননগর শাখার অধীনে দর্শনা উপশাখা ৪ নভেম্বর বুধবার উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। 

ব্যাংকের যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু এবং কেরু এ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাইদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের জীবননগর শাখা প্রধান মো. নজরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আলমগীর কবীর। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেআই// 
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি