ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ বৈদ্যের বাজারে প্রিমিয়ার ব্যাংক উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ৮ নভেম্বর ২০২০

সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নারায়নগঞ্জ বৈদ্যের বাজার উপশাখার উদ্বোধন করা হয়। (সাতভাইয়া পাড়া, বৈদ্যের বাজার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ)। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, নারায়নগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান, মো. শহীদ হাসান মল্লিক। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহাদত হোসেন, এসইভিপি, হেড অব সিআরএম, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড, মার্কেটিং এবং জনসংযোগ বিভাগের প্রধান তারেক উদ্দিন; নারায়নগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উপশাখা’র ব্যাংকিং সেবা সকলের জন্যে উন্মুক্ত।
কেআই//
                                   
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি