ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাইনেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আজিম খান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ৯ নভেম্বর ২০২০ | আপডেট: ১৯:৪৩, ৯ নভেম্বর ২০২০

শিল্পপতি আলী আজিম খান

শিল্পপতি আলী আজিম খান

Ekushey Television Ltd.

সাইনেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলী আজিম খান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।

তিনি আজ সোমবার ভারতের দিল্লীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি মেঘনা ব্যাংকের পরিচালক ছিলেন। এছাড়া ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত উদার ও সমাজমনস্ক মানুষ ছিলেন। পরপর তিনবার তিনি সিআইপি নির্বাচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

উল্লেখ্য, শিল্পপতি আলী আজিম খান এর বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলায়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি