ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো সামিট কমিউনিকেশনস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১২ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১১:০৮, ১২ ডিসেম্বর ২০২০

সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ভ্যাট দিবসের প্রথম দিনেই পুরস্কৃত হয়েছে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস লিমিটেড।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর রাজস্ব ভবনে সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আরিফ আল ইসলামের হাতে এই সম্মাননা স্বারক তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠানকেও একইভাবে তিন শ্রেণিতে তিনটি করে প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।

উল্লেখ্য, সামিট কমিউনিকেশনস লিমিটেড, দেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ এবং আইসিটি অবকাঠামো প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি