ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৩ ডিসেম্বর ২০২০

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারী মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ কটন এ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ আহ্বান জানান। 

এতে আরেও বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, আইবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, আইসিএএল-ইন্ডিয়ার সভাপতি মাহেশ সারদা, বিসিএ সভাপতি সুলতান রিয়াজ চৌধুরী, ফেস্টিভ্যাল অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আইউব প্রমুখ। 

এ ফেস্টিভ্যালে দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি