ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাইবারপাঙ্ক ২০৭৭ গেইম উদ্বোধন করলো সিডি প্রজেক্ট রেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৮:০০, ১৩ ডিসেম্বর ২০২০

বর্তমান সময়ে সাইবারপাঙ্ক ২০৭৭ খুবই জনপ্রিয় একটি গেইম। ২০১২ সালে ঘোষণার পর থেকে গেইমটি বিশ্ব বাজারে আসতে গেইমারদের আট বছর অপেক্ষা করতে হয়েছে। টুইটারের সবচয়েয়ে বড় বিজ্ঞাপন অংশীদার এইচটিটিপুল শুরু থেকেই গেইমটির প্রোমোশনের সাথে জড়িত। কভিড-১৯-এর নতুন এক ইতিবাচক বাস্তবতা তৈরি করতে এইচটিটিপুল চেষ্টা করছে। বিশেষ করে কোম্পানির গেইমারদের পুরস্কৃত করেছে যেমন: সময় কাটাতে বিনামূল্যে গেইম খেলার টিকিট দেওয়া, গেইমের লাইসেন্স দেওয়া এবং একদিনের ছুটি দেওয়া।

বিশ্বব্যাপী যেহেতু পুরোদমে গেইমটির ক্যাম্পেইন চলছে, তাই এইচটিটিপুল টিমের অনেক সদস্য গেইমটির উদ্বোধন কাজের সাথে জাড়িত থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ‘টুইটারে সাইবারপাঙ্ক ২০৭৭-এর ক্যাম্পেইনের সাথে জড়িত থাকাটা আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা’- বলছিলেন সিডি প্রজেক্ট রেড-এর উৎপত্তি দেশ পোল্যান্ডে এইচটিটিপুল-এর টুইটার ক্লায়েন্ট সল্যুশন ম্যানেজার মিকাল।’ একজন গেইম ভক্ত মানুষ হিসেবে, টুইটারে গেইমটির গ্লোবাল উদ্বোধনের জন্য মিকাল সরাসরি সিডি প্রজেক্ট রেডকে সহায়তা করেছেন। 

এইচটিটিপুল-এর টিকটক ক্লায়েন্টর ম্যানেজার মাদারা বলেন, ‘আমি কিয়ানু রিভস-এর অনেক ভক্ত। এখন সে বহুল প্রত্যাশিত এই গেইমের স্টার (প্রধান চরিত্র)। তার মুখোমুখি হওয়ার জন্য আমার টানা ৪০ ঘণ্টার গেমিং রেকর্ডকে আরও উন্নত করার চেষ্টা করতে পারি।’

‘গেইমের ইতিহাসে সবচেয়ে প্রত্যাশিত গেইমের উদ্বোধনের অংশ হতে পারাটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হচ্ছে। যখন জানতে পেরেছিলাম এই কাজে আমরা অংশ নিচ্ছি তখন আমি খুব খুশি হয়েছিলাম’- বলছিলেন সুইডেনে এইচটিটিপুর-এর টুইটার ক্লায়েন্ট সল্যুশন ম্যানেজার ডেভিড।

এইচটিটিপুল-এর অনেক কর্মীর মধ্যে বাংলাদেশের ক্লায়েন্ট সল্যুশন ম্যানেজার নাজমুল হুদা একজন, যিনি এই গেইম উপভোগ করতে একদিন ছুটি পেয়েছিলেন।সাইবারপাঙ্ক ২০৭৭ গেইমটি উদ্বোধন কাজের সাথে জড়িত সব কর্মীদের ছুটির পাশাপাশি ফ্রি লাইসেন্স এবং গেইম সম্পর্কিত পণ্যও সরবরাহ করে এইচটিটিপুল।

আরকে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি