ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংকের মানববন্ধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৮:৩১, ১৩ ডিসেম্বর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর ও নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেড।

রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ব্যাংকের প্রধান কার্যালয়, সেনা কল্যাণ ভবনের সামনে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস. এ. মালেক। 

বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম, পরিচালক মোঃ রাজীব পারভেজ,  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, মতিউর রহমান লাল্টু, লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংকের সভাপতি ড. শংকর তালুকদারের সভাপতিত্বে ব্যাংকের মহাব্যবস্থাপকগণ, বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংকের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জাতির জনকের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। একইসঙ্গে করোনা মহামারী মোকাবেলায় সকলকে সচেতনভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন। 

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি