সেরা বার্ষিক প্রতিবেদন, প্রথম পুরস্কার পেল ব্যাংক এশিয়া
প্রকাশিত : ২১:৩২, ২৪ ডিসেম্বর ২০২০
সেরা বার্ষিক প্রতিবেদন-২০১৯ এর জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাফা অ্যাওয়ার্ডে বেসরকারি খাতের ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেছে ব্যাংক এশিয়া। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টের জন্য প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দি ইন্সস্টিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক, এফসিএ, সাফার ভাইস প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন, এফসিএমএ এবং আইসিএবি’র কাউন্সিল সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির, এফসিএ, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলীর নিকট পুরস্কার হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল এফসিএ, উপস্থিত ছিলেন।
এনএস/
আরও পড়ুন