ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাতারবাড়ি সমুদ্রবন্দরে ভিড়েছে প্রথম জাহাজ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মাতারবাড়িতে ভিড়েছে দেশের বাণিজ্যিক জাহাজ ‘এমভি ভেনাস ট্রাইয়াম্প’। গভীর সমুদ্রবন্দর কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের জেটিতে ভিড়ে। 

বন্দরের নিজস্ব দুই সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশাল টাগবোট ‘কাণ্ডারী-৮’ এর সহায়তায় জাহাজটি আজ সকাল সকালে জেটিতে আনা হয়।  এর আগে গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে আজ ভোর ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছায়। পরে মাতারবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে করে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি