ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেলো বিএটি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দেশের শিল্পখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ এর প্রথম পুরস্কার পেলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে বিএটি বাংলাদেশকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।  

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন বিএটি বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রধান মুবিনা আসাফ। এসময় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোট ৬টি ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ প্রদান করা হয়েছে। পুরস্কারটি দেশের শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার ক্ষেত্রে বিএটি বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি। 

বিএটি বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রধান মুবিনা আসাফ বলেন, দেশে শিল্পান্নয়নে বিএটি বাংলাদেশের ধারাবাহিক অবদানের সন্মানজনসক স্বীকৃতি এই পুরস্কার।  আমাদের কোম্পানির সবচেয়ে মূল্যবান সম্পদ হলো “মানবসম্পদ”। বিএটি বাংলাদেশ প্রতিনিয়ত দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত ১০ বছরে আমরা প্রযুক্তিগত বিনিয়োগের পাশাপাশি নিয়মিতভাবে আমাদের কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দিয়ে আসছি। এতে বিএটি বাংলাদেশ একটি বহুজাতিক কোম্পানি হওয়া সত্ত্বেও সম্পূর্ণ দেশীয় মেধাশক্তি দিয়ে সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। আমাদের এখানকার প্রায় ১,৫০০ কর্মীর মধ্যে মাত্র তিন জন বিদেশী কাজ করছেন। উপরন্তু ৫০ জনেরও বেশি বাংলাদেশী বিএটি বাংলাদেশ থেকে এখন বিভিন্ন দেশে কর্মরত। অত্যন্ত গর্বের বিষয় যে শুধু কর্মকর্তাই নয়, বর্তমানে আমাদের কারখানার মেশিন অপারেটররাও নিয়মিতভাবে সিঙ্গাপুর, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও পাপুয়ানিউগিনিতে সেই দেশের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে।“ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। পুরস্কার প্রদান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্প সচিব কে এম আলী আজম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি