ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

কটন শিল্প নিয়ে বাংলাদেশ ব্রাজিল যৌথ বৈঠক অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২১

আজ ৪ঠা ফেব্রুয়ারী ২০২১ইং সন্ধ্যায় বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন, ব্রাজিলিয়ান কটন গ্রস অ্যাসোসিয়েশন, ব্রাজিলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশন, ব্রাজিলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এজেন্সি এবং ঢাকায় ব্রাজিলের দূতাবাসের উদ্যোগে আয়োজিত একটি ভার্সুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।  

ভার্সুয়াল মিটিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রিপাবলিক অফ ব্রাজিলের কৃষি মন্ত্রী, বাংলাদেশ এ্যাম্বাসি ব্রাজিল এবং ঢাকাস্ত ব্রাজিলের এ্যাম্বাসি সহ দুটি এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

এই অনলাইন মিটিং এ ব্রাজিলে উৎপাদিত তুলা বাংলাদেশে বস্র শিল্পে ব্যবহারের বিষয়ে বিভিন্ন সুযোগ সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশস্ত ব্রাজিলের রাষ্ট্রদূত, ব্রাজিলস্ত বাংলাদেশ দূতাবাসের মামুন আব্দুল্লাহ।

বাংলাদেশ পক্ষের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ কটন এ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোহাম্মদ আইউব। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি