ঢাকা, শনিবার   ০৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবস উপলক্ষে ইফুড এর `ভ্যালেন-ডাইন` ক্যাম্পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে জনপ্রিয় খাবার সরবরাহ প্লাটফর্ম ইফুড-এ শুরু হলো ভ্যালেন-ডাইন ক্যাম্পেইন। এতে অর্ডারকারীদের জন্য রয়েছে কাপল ডিনার জেতার সুযোগ।  

ক্যাম্পেইনটি ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ইফুড অ্যাপ অথবা ওয়েবসাইট (www.efood.live) থেকে সবচেয়ে বেশি খাবার অর্ডারকারী সেরা তিনজন পাবেন ভ্যালেন্টাইন ডে-তে সঙ্গীসহ ঢাকার নামকরা রেস্তোরাঁয় বুফ্যে ডিনারের সুবর্ণ সুযোগ। প্রতিদিন সর্বোচ্চ অর্ডারকারীর নাম ও তালিকা প্রকাশ করা হবে এবং ক্যাম্পেইন শেষে এই তালিকায় যারা প্রথম দিকে থাকবেন তাদের জন্য রয়েছে এই সুযোগ। বিকাশ, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ড, এসএসএল গেটওয়ে, এসইবিএল দিয়ে পেমেন্টকারীদের জন্য অফারটি প্রযোজ্য হবে।

ব্যস্ত এই সময়ে শহুরে মানুষের জীবনযাত্রাকে আরেকটু সহজ করতে কাজ করছে ইফুড। বিশেষ দিনে বিশেষভাবে প্রিয় মানুষের সাথে সময়টাকে আরেকটু স্মরণীয় করতে ভ্যালেন-ডাইন ক্যাম্পেইনটি অনলাইন খাবার ডেলিভারি প্লাটফর্মে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস ইফুডের।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি