ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের মতবিনিময় সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ ৫ ফেব্রুয়ারি রেডিসন ব্লু চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। 

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ মোশাররফ হোসাইন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। 

ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. নাইয়ার আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. ইয়াকুব আলী। আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের সকল শাখাপ্রধান ও বিশিষ্ট গ্রাহকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন, রমা কান্ত মজুমদার, মুহাম্মদ শিহাব উদ্দিন, এ জে এম সালেহ অর্পন, বাবু কাজল কান্তি দাস, নাজমিন সুলতানা, মোঃ হারুন ও বনজা বেগম নিশি। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি