ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংকের হাজী ক্যাম্প শাখা নতুন ঠিকানায় উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হাজী ক্যাম্প শাখা হাজী কমর উদ্দিন টাওয়ার, আশকোনা, এয়ারপোর্ট, ঢাকায় ১৫ ফেব্রুয়ারি সোমবার স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এ শাখার উদ্বোধন করেন। 

ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও হজ্জ অফিস ঢাকা এর পরিচালক মো. সাইফুল ইসলাম ও স্থানীয় কাউন্সিলর মো. আনিসুর রহমান নাঈম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য রাখেন এফবিসিসিআই সদস্য মো. হারুন আর রশিদ তরুণ ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের হাজী ক্যাম্প শাখাপ্রধান সাইফুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, শরী‘আহ্ নীতিমালা পরিপালন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে ইসলামী ব্যাংক। এ ব্যাংক দেশের বিভিন্ন শিল্পে বিনিয়োগ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে উদ্যোক্তা, ব্যবসায়ী ও গ্রাহকসহ সকল শ্রেণীর মানুষের প্রথম পছন্দের ব্যাংকে পরিনত হয়েছে। ফলশ্রুতিতে ২০২০ সালে করোনার কঠিন সময়েও এ ব্যাংকের ২৩ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ হয়েছে। তিনি এ ব্যাংকের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ সেবা গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি