ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশার নতুন প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

আশার নতুন প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পেয়েছেন মো. আরিফুল হক চৌধুরী। গত ১৩ ফেব্রুয়ারি আশা’র পরিচালনা পরিষদের ১২৯তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাকে নতুন প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেয়া হয়। যা পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আরিফুল হক চৌধুরী এর আগে আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ (এইচআর) সংস্থার নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ম্যানেজমেন্ট) ও এমবিএ (ইন্টারন্যাশনাল বিজনেস) ডিগ্রি লাভ করেন তিনি। এছাড়াও আরিফুল হক চৌধুরী স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি, স্কটল্যান্ড থেকে এমএসসি (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেছেন।

আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী ১২ ফেব্রুয়ারি মারা যাওয়ায় আশার প্রেসিডেন্ট পদটি শূন্য হয়। 
সংবাদ বিজ্ঞপ্তি।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি