আইসিসি-বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এ কে আজাদ
প্রকাশিত : ১৯:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২১
এ কে আজাদ
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-আইসিসি বাংলাদেশ এর নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট বা সহ-সভাপতি নির্বাচিত হলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও এমডি এ কে আজাদ। গত ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির নির্বাহী বৈঠকে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
২০২০ সালের ১ জুলাই লতিফুর রহমানের মৃত্যুতে ভাইস প্রেসিডেন্টের পদটি শূন্য হয়ে যায়। এরই প্রেক্ষিতে আট মাসের মাথায় পদটি আবারও পূর্ণতা পেল।
বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদের সুযোগ্য নেতৃত্বেই হা-মীম গ্রুপ বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্প্রসারণে অসামান্য সাফল্য অর্জন করেছে। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সভাপতি হিসাবে দেশের শিল্প খাতের উন্নয়নে নীতি নির্ধারণে অবদান রেখেছেন।
এ কে আজাদ দেশের অন্যতম দৈনিক পত্রিকা- দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা। এ কে আজাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক। তিনি বিভিন্ন সময়ে তাঁর সাফল্যের জন্য অসংখ্য আর্থ-সামাজিক পুরষ্কারে ভূষিত হয়েছেন।
এনএস/
আরও পড়ুন