ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পঁচা ও নিম্নমানের পেঁয়াজ কিনতে বাধ্য করছে টিসিবি (ভিডিও)

রংপুর বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ২২ ফেব্রুয়ারি ২০২১

রংপুরে ডিলারদের মাধ্যমে বিদেশ থেকে আমদানী করা পঁচা ও নিম্নমানের পেঁয়াজ কিনতে বাধ্য করছে টিসিবি। ১০ কেজি পেঁয়াজ না কিনলে ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল বিক্রি করছেনা ডিলাররা। ফলে বাধ্য হয়ে নিম্নমানের পঁচা পেয়াজ কিনছেন ক্রেতারা।

রংপুরের গুদামে দীর্ঘদিন ধরে পরে ছিলো বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ, যা নিম্নমানের ও পঁচা। সেই পেঁয়াজ বিক্রি করার কৌশল হিসেবে একজন গ্রাহক ১০ কেজি পেঁয়াজ না কিনলে তার কাছে দুই লিটারের ভোজ্য তেল কিংবা মসুর ডাল ও চিনি বিক্রি করছেনা ডিলাররা। ফলে বাধ্য হয়ে টিসিবির পচা পেঁয়াজ কিনছেন ক্রেতারা। 

ক্রেতারা জানান, পেঁয়াজ আসলে এভাবে নিয়ে যেতেই নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে পেঁয়াজটা নিতে আমরা আগ্রহী নই। কিন্তু পেঁয়াজ ছাড়া তেল দিচ্ছে না।

এদিকে ডিলারদের অভিযোগ, টিসিবি তাদের এক টন করে পেঁয়াজ জোর করে দেয়ায় তারা ১০ কেজি পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করছেনা।

ডিলাররা জানান, ৫০ পিস তেল দিয়েছে, এ দিয়ে ৫শ’ কেজি পেঁয়াজ বিক্রি করতে হবে। তারপর আবার ডাল-চিনি দিয়ে পেঁয়াজ বিক্রি করতে হবে। খালি তেল দিলে আমাদের পেঁয়াজ থেকে যায়।

এ বিষয়ে টিসিবি কর্মকর্তা প্রতাপ চন্দ্র পঁচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না বলে দাবি করেন।

রংপুর টিসিবির অফিস প্রধান প্রতাপ চন্দ্র বলেন, দুই-চারটা পঁচা পেঁয়াজ থেকেও থাকে ওইটা ডিলাররা জনগণকে দিচ্ছে না। তারা সঠিক পদ্ধতিতেই বিক্রি করছে। যদি অধিক পরিমাণ লক্ষ্য করা যায় যেটা সচরাচর হয় না, যেহেতু আমরা ওইভাবে গুদামে গ্রহণ করেছি। সুতরাং জনগণের পঁচা পেঁয়াজ পাওয়ার কথা নয়।

ভোক্তাদের জিম্মি করে পণ্য বিক্রয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। 
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি