ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংকের ঢাকা জজ কোর্ট উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সদরঘাট শাখার অধীনে ঢাকা জজ কোর্ট উপশাখা ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস। 

এতে স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সদরঘাট শাখাপ্রধান বি. এম. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফরিদ আহমদ এবং ভাইস প্রেসিডেন্ট এস এম এনায়েত হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. নাসির উদ্দীন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি