ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রবি বোর্ডের নতুন চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ৭ মার্চ ২০২১

থায়াপারান সাঙ্গারাপিল্লাই

থায়াপারান সাঙ্গারাপিল্লাই

রবি বোর্ড অব ডিরেক্টরস’র নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন থায়াপারান সাঙ্গারাপিল্লাই। তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের একজন ফেলো।

বিভিন্ন শিল্পে নিরীক্ষা এবং ব্যবসায়িক পরামর্শ প্রদানে থায়ার রয়েছে ৩৫ বছরেরও বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, অটোমোটিভ, প্রোপার্টি ডেভেলপমেন্ট এবং উৎপাদন খাতের সাথে জড়িত বড় বড় তালিকাভূক্ত কোম্পানির সাথে কাজ করেছেন তিনি। থায়া মালয়েশিয়ান ইনস্টিটিউট অব সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস এবং মালয়েশিয়ান ইনস্টিটিউট অফ অ্যাকাউন্ট্যান্টস’র সদস্য।

তিনি ১৯৮৩ সালে কুয়ালালামপুরের প্রাইসওয়াটারহাউস কুপার্স-এ (পিডব্লিউসি) যোগদান করেন। ১৯৯৪ সাল থেকে পিডব্লিউসি মালয়েশিয়ার এসিউরেন্স সার্ভিসগুলিতে পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৫ সালে সিনিয়র পার্টনার হিসাবে অবসর গ্রহণ করেন। লন্ডনে অ্যাকাউন্টেন্সির ওপর প্রশিক্ষণ নেন এবং ১৯৮২ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট’র মর্যাদা লাভ করেন থায়া।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি