ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাউথ বাংলা ব্যাংকে নারী দিবস উদযাপন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ৮ মার্চ ২০২১

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী। 

এ সময়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন, মানবসম্পদের বিভাগের প্রধান ও এসইভিপি মো. মিজানুর রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সুলতানা রাজিয়াসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও নারী সহকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে তারিকুল ইসলাম চৌধুরী জানান, সাউথ বাংলা ব্যাংকের মোট কর্মকর্তার ২৪ ভাগই নারী, যারা অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নের যে শুভযাত্রা শুরু হয়, তা এগিয়ে নিতে এবং নারীর প্রতি সুবিচার ও সমমর্যাদা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। 
কেআই//    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি