ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল ১৬ মার্চ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সাভারের আশুলিয়া ও বিরুলিয়া এলাকার ১৫ টি স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। 

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি গ্রুপে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ। ক গ্রুপ থেকে সিকদার স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং খ গ্রুপ থেকে গোল্ডেন চাইল্ড হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোসা. সুমাইয়া আক্তার প্রথম স্থান অধিকার করে। দুটি গ্রুপ থেকেই তিনজন করে শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সাধারণ পুরস্কার দেয়া হয়। 

বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহকারী অধ্যাপক হাবিবা আক্তার পাপিয়া। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি