ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বি৭১বিডি থেকে ব্র্যান্ডের টিভি কিনলে ৩৫ শতাংশ ছাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৭ মার্চ ২০২১ | আপডেট: ১৯:০৫, ১৮ মার্চ ২০২১

ই-কমার্স প্ল্যাটফর্ম বি৭১বিডি ডট কম নির্দিষ্ট মডেলের স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন ক্রয়ে ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে। বি৭১বিডি থেকে টিভি কার্নিভাল শীর্ষক ক্যাম্পেইনের আওতায় স্যামসাং ব্র্যান্ডের এন৪০১০ মডেলের ৩২ ইঞ্চি এইচডি টিভিতে কিললে এই ছাড় পাবেন ক্রেতারা। 

টিভিটির বাজারমূল্য ২৪ হাজার টাকা। বি৭১বিডি ডট কম থেকে ৩৫ শতাংশ ছাড়ে টিভি কিনলে দাম পড়বে ১৫ হাজার ৬০০ টাকা।  ঢাকার ক্রেতাদের ২৪ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে।  ঢাকার বাইরের ক্রেতারা ঘরে বসে টিভি বুঝে পাবেন ৪৮ ঘণ্টার মধ্যে।

এই অফার ১৯ থেকে ২৩ মার্চ অথবা স্টক থাকা পর্যন্ত বলবৎ থাকবে।

অফার প্রসঙ্গে বি৭১বিডি ডট কমের প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান মৃধা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উদযাপন জাতি হিসেবে আমাদের জন্য বড় পাওয়া। একই সঙ্গে খুশি ও আনন্দের। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে আমরা এই ক্যাম্পেইন হাতে নিয়েছি। একটা বড় উপলক্ষকে কেন্দ্র করে আমাদের এই উদ্যোগ। আমাদের এবারের টিভি কার্নিভাল ক্যাম্পেইনে থাকছে স্যামসাং ব্র্যান্ড। গ্রাহকদের ভালোমানের পণ্য উপহার দেওয়াই আমাদের প্রধানতম লক্ষ্য।’ 

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি