ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

পোশাক শিল্পের উপর উৎসে কর প্রত্যাহারের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৫, ৪ জুন ২০১৭

পোশাক শিল্পের উপর আগামী দুই বছর উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে পোশাক শিল্প রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সরকার উৎসে কর প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে। এছাড়া আগামী দুই বছর পোশাক রপ্তানির ক্ষেত্রে জাহাজী মূল্যের উপর বিজিএমইএ ও বিকেএমইএর জন্য ৫ শতাংশ নগদ সহায়তা প্রদানেরও আবেদন জানিয়েছে সংগঠনটি। প্রস্তাবিত বাজেটে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় কর্পোরেট কর কমিয়ে আগের মতো ১০ শতাংশ রাখারও দাবি জানিয়েছে বিজিএমইএ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি