ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার-এর দোয়া মাহফিল কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২১ মার্চ ২০২১

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপ-এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার-এর চেহলাম ও দোয়া মাহফিল আগামীকাল সোমবার (২২ মার্চ) বাদ জোহর রায়েরবাজারে অবস্থিত জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

কিংবদন্তী এই বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী মনোয়ারা হক সিকদার ও তাঁর পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার গত ১০ ফেব্রুয়ারি, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ অসংখ্য মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ঢাকা এবং শরীয়তপুরে নামাজে জানাজার পূর্বে দুই দফা গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় এই কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধাকে। রায়ের বাজারে অবস্থিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ১৪ ফেব্রুয়ারি, রোববার তাঁকে সমাহিত করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি