বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশিত : ০০:০৩, ২৩ মার্চ ২০২১
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মার্চ ২১ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে গভর্নর মহোদয়কে অবহিত করেন।
গভর্নর মহোদয় দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলে এ সময় ইন্স্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট ও সাফা প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, সচিব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান এবং আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।
কেআই//
আরও পড়ুন