ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিএইচবিএফসি’র নতুন মহাব্যবস্থাপক হলেন মো. খাইরুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৩ মার্চ ২০২১

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২১ মার্চ এক প্রজ্ঞাপনে মাধ্যমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর উপ-মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলামকে পদোন্নতি প্রদানপূর্বক একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে। 

মো. খাইরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে অফিসার হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মাঠপর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি