ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ২৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে সিআরএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। মার্চ ২৫, ২০২১ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত সিআরএম বুথের উদ্বোধন করেন। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক, প্রধান কর্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে উন্নততর গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এই অত্যাধুনিক ও অধিক সুরক্ষিত সিআরএম বুথের সংযোজন করেছে। এখন থেকে গ্রাহকগণ এই সিআরএম বুথ থেকে দিন-রাত ২৪ ঘন্টা একইসাথে টাকা উত্তোলন ও জমা করতে পারবেন। প্রান্তিক পর্যায়েও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে উক্ত বুথের সংস্থাপন দেশব্যাপী সম্প্রসারিত করা হবে। 

অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি