ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয়  ক্রিকেট দলের স্পন্সর হচ্ছে দারাজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ৬ এপ্রিল ২০২১ | আপডেট: ২২:৩৫, ৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হচ্ছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। এর ফলে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (নারী ও পুরুষ), বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কিটে থাকবে দারাজের লোগো। দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি দলের কিটস পার্টনার হিসেবে থাকবে। আজ থেকে শুরু হওয়া এ স্পন্সরশিপ কার্যকরী থাকবে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশের ক্রিকেটে দারাজকে স্বাগত জানিয়ে বলেন, ‘খুবই অল্পসময়ে দারাজ বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবং বলা যেতে পারে, এটি সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সাইট। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির প্রতিকূল সময়সহ অন্যান্য সময় দারাজ যেভাবে লক্ষ লক্ষ মানুষকে বাসার দোরগোড়ায় গ্রাহকসেবা দিয়েছে, তা সত্যিই প্রশংসাযোগ্য।’   

তিনি আরও বলেন, ‘দারাজের মতো আন্তজাতির্ক সুনাম অর্জন করা প্রগতিশীল ও উদ্ভাবনী একটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে পেরে বিসিবি আনন্দিত। এ লক্ষ্যে এগিয়ে আসার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে এর ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের জন্য আমি দারাজকে ধন্যবাদ জানাই। আমরা উভয়ই বাংলাদেশ ক্রিকেটের সাফল্য প্রত্যাশী বলে আমি আশাবাদী দারাজের সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে।’

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, ‘দেশের জন্য কিছু করতে পারা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হওয়ার সুযোগ পেয়ে আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশে ক্রিকেটের আবেগ ও গৌরবের অংশীদার হতে পেরেছি। দারাজ গর্বিত, কারণ এর মাধ্যমে আসছে বছরগুলোতে দলের প্রতিটি বিশেষ প্রাপ্তি ও সাফল্যের সাথে জড়িত থাকবে দারাজের নাম।’ 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি