ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

এনটিভিতে শুরু হচ্ছে ‘সিঙ্গার ঝটপট ইফতার’ শো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১১ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:৫৭, ১২ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

দেশের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেক্ট্রনিক্স রিটেইলার ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে শুরু করতে যাচ্ছে দেশ-বিদেশের ইফতার নিয়ে বিশেষ রেসিপি শো ‘সিঙ্গার ঝটপট ইফতার’।  

পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন বিকাল ৪:৫০ মিনিটে এনটিভিতে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। ‘সিঙ্গার ঝটপট ইফতার’ অনুষ্ঠানে মোট ৩০টি পর্ব থাকবে। প্রতিটি পর্বেই নতুন নতুন ইফতারের আয়োজন দেখানো হবে।

বিশিষ্ট রন্ধনশিল্পী অ্যানি রেশমা ‘সিঙ্গার ঝটপট ইফতার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এবং ইফতারের জন্য বিভিন্ন সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত রেসিপি প্রস্তুত করে দেখাবেন । সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন এবং অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে কোনও ঝামেলা ছাড়াই ইফতারের জন্য এই সুস্বাদু রেসিপিগুলি ঝটপট তৈরি করে দেখাবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। 

‘সিঙ্গার ঝটপট ইফতার’ শো-এর প্রতিটি পর্বই এনটিভিতে প্রচারের ঠিক পরেই সিঙ্গারের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে (ফেসবুক এবং ইউটিউব) দেখতে পাওয়া যাবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি