ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট, নর্থ ও চট্টগ্রাম নর্থ জোনের উন্নয়ন সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৩ এপ্রিল ২০২১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট, নর্থ ও চট্টগ্রাম নর্থ জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১২ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে আরও বক্তব্য দেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুুর রহমান সিদ্দিকী, মো. সিদ্দিকুর রহমান, মো. মতিয়ার রহমান, মো. জামাল উদ্দিন মজুমদার, মোহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, আবু নাছের মোহাম্মফদ নাজমুল বারী, মিজানুর রহমান, মো. নাইয়ার আজম ও জি. এম. মোহা. গিয়াস উদ্দীন কাদের।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং তিনটি জোনের অধীন শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি